চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটারেজ জাহাজ ডুবে নিখোঁজ পাঁচ নাবিকের মধ্যে একজনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এখনও বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
সাঙ্গু নদীর পয়েন্ট থেকে শনিবার রাত ৮টার দিকে তাকে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ রোববার সকালে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাত ৮টার দিকে নিখোঁজ পাঁচজনের মধ্যে একজনকে সাঙ্গু নদীর পয়েন্ট থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কোস্ট গার্ডের দুইটি জাহাজ ও চারটি বোট কাজ করছে।’
বন্দরের বহির্নোঙরে আনোয়ারার পারকি বিচের কাছে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে এমভি টিটু-১৪ নামের একটি জাহাজ ডুবে যায়। জাহাজটি আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান আবুল খায়ের ক্যারিয়ার লিমিটেডের।
জাহাজডুবির পর এতে থাকা ১৩ নাবিক ও ক্রুয়ের মধ্যে সাতজনকে উদ্ধার করে কোস্ট গার্ড। একজন নিজে সাঁতরে পারে ওঠেন। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ হন।
আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘কোস্ট গার্ডের পাশাপাশি উদ্ধার অভিযানে আমাদের প্রতিষ্ঠানের উদ্যোগে ডুবুরি আনা হয়েছে। তাদের মাধ্যমে ডুবে যাওয়া জাহাজের ভেতরে খুঁজে দেখা হবে।’