কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লিটন হোসেনের মরদেহ ১৪ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার বিকেল ৪টায় জয়পুর সীমান্তের ১৫১/১৪এস সীমান্ত পিলারের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে ৫টায় লিটনের মরদেহ হস্তান্তর করা হয়। নিহতের ভাই শিপন হোসেন কফিনে থাকা মরদেহ গ্রহণ করেন।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আমজাদ হোসেন ও তেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষে করিমপুরের এসি রাজেষ টিকে লাখড়ি, পুলিশের পক্ষে করিমপুর থানার সিআই ওমর ফারুক উপস্থিত ছিলেন।
সকালে পতাকা বৈঠকের জন্য বিএসএফ বিজিবিকে চিঠি দেয় বলে জানান নায়েক সুবেদার আমজাদ হোসেন।
গত ৫ মার্চ রাতে দৌলতপুরের বিলগাথুয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন বিলগাথুয়া মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে লিটন হোসেন। ৩৫ বছর বয়সী এ যুবকের মরদেহ ভারতের হোগলবাড়িয়া থানায় নিয়ে যায় বিএসএফ।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান জানান, লিটন ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে রাতে ফিরছিলেন।