বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কর্ণফুলীতে খালে ভাসছিল অর্ধগলিত মরদেহ

  •    
  • ১৯ মার্চ, ২০২২ ১৮:১৯

ওসি বলেন, ‘মৃতের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে। পরনে জিন্স প্যান্ট ও সেন্ডো গেঞ্জি আছে। গলে যাওয়ায় বড় কোনো আঘাত আছে কি না বোঝা যাচ্ছে না। মরদেহের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে।’

চট্টগ্রামে কর্ণফুলীর শীকলবহা খাল থেকে অজ্ঞাতপরিচয় পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে কর্ণফুলীর ভেল্লাপাড়া ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘শিকলবহা খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। আমাদের একটি টিম মরদেহটি উদ্ধার করে। অবস্থা দেখে কয়েকদিনের পুরোনো মনে হচ্ছে মরদেহটি।

‘মৃতের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে। পরনে জিন্স প্যান্ট ও সেন্ডো গেঞ্জি আছে। গলে যাওয়ায় বড় কোনো আঘাত আছে কি না বোঝা যাচ্ছে না। মরদেহের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে।’

ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর