বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এয়ারগান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সেনা, রানার-আপ নৌবাহিনী

  •    
  • ১৯ মার্চ, ২০২২ ১৮:১০

গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে (বিএসএসএফ) শনিবার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশিপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছে আর্মি শুটিং অ্যাসোসিয়েশন। প্রতিযোগিতার রানার-আপ হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে (বিএসএসএফ) প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

প্রতিযোগিতায় ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পেয়ে আর্মি শুটিং অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন এবং ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পেয়ে বাংলাদেশ নৌবাহিনী শুটিং ক্লাব রানার-আপ হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন। এছাড়া তিনি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আইএসএসএফ গ্র্যান্ড পিক্স ২০২২-এ বাংলাদেশ থেকে পদকপ্রাপ্ত ৬ জন শুটারের মাঝে প্রাইজমানি বিতরণ করেন।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শনিবার গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। ছবি: আইএসপিআর

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজুকি বাংলাদেশ-এর বিভাগীয় পরিচালক সোয়েব আহমেদ। সভাপতিত্ব করেন বিএসএসএফ সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশিপে ৩৯টি ক্লাবের ২৫০ জন অ্যাথলেট ও ৫০ জন টিম ম্যানেজার/কোচ অংশগ্রহণ করেন। ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতা ১৪ মার্চ শুরু হয়ে শনিবার শেষ হয়।

এ বিভাগের আরো খবর