বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার

  •    
  • ১৯ মার্চ, ২০২২ ১৭:১৮

ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, ওই নারী শুক্রবার রাতে চারজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের মধ্যে ২৫ বছরের কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

খুলনা মহানগরীতে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে খানজাহান আলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস।

তিনি জানান, ওই নারী শুক্রবার রাতে চারজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের মধ্যে ২৫ বছরের কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।

মহানগরীর খানজাহান আলী থানার একটি গ্যারেজে শুক্রবার রাতে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই নারী।

স্থানীয়রা জানান, রাতে স্বামী-স্ত্রী গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। সে সময় চার-পাঁচজন লোক ওই দম্পতিকে গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘মামলায় ওই নারী কামরুল ছাড়াও জীবন, সুমন ও আলাকে আসামি করেছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর