হেফাজতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সংগঠক মিলন চাকমার মৃত্যুর প্রতিবাদে ঘোষিত রোববারের অবরোধ কর্মসূচি পিছিয়েছে।
ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগের মুখপাত্র নিরন চাকমা শনিবার দুপুরে জানিয়েছেন, রোববার ডাকা অর্ধবেলা সড়ক অবরোধ কর্মসূচি সোমবার পালন করা হবে।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউপিডিএফের ডাকা রোববার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘোষিত অর্ধবেলা সড়ক অবরোধ বিশেষ কারণে পেছানো হয়েছে। রোববারের পরিবর্তে সোমবার নির্ধারিত কর্মসূচি পালন হবে।
মিলন চাকমার মৃত্যুর পর খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) আব্দুল আজিজ বলেন, ‘সেনা অভিযানে একাধিক মামলার আসামি ও ইউপিডিএফের সশস্ত্র কর্মী মিলন চাকমাকে মঙ্গলবার বাবুছড়া থেকে অস্ত্র-গুলিসহ আটক করে সেনাবাহিনী। আটকের কয়েক ঘণ্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়ায় ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
এটিকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড উল্লেখ করে এর তদন্ত দাবিতে বুধবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন স্থানীয় সংগঠক ও কর্মীরা।