বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় বৃদ্ধ নিহত

  •    
  • ১৯ মার্চ, ২০২২ ১৪:৩৭

নগেন্দ্রনাথের ছোট ভাই হরেন্দ্রনাথ প্রামাণিক বলেন, ‘আমরা সকাল থেকে মাঠে মটরডাল তুলছিলাম। আমার ভাই মাথায় ডালের বোঝা নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়।’

রাজবাড়ীতে ক্ষেত থেকে ডাল নিয়ে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

৬২ বছর বয়সী নিহত নগেন্দ্রনাথ প্রামাণিকের বাড়ি কালুখালীতে।

নগেন্দ্রনাথের ছোট ভাই হরেন্দ্রনাথ প্রামাণিক নিউজবাংলাকে বলেন, ‘আমরা সকাল থেকে মাঠে মটরডাল তুলছিলাম। আমার ভাই মাথায় ডালের বোঝা নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন মোল্লা জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস ওই বৃদ্ধকে চাপা দেয়। বাসটি আটক করা হয়েছে, কিন্তু এর চালক পলাতক। পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো খবর