পুরো নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখত সিকান্দার। সারা দেশের মানুষের কাছে তিনি পরিচিত সিকান্দার আবু জাফর নামে। জনপ্রিয় এই কবির আজ ১০৩তম জন্মদিন।
সিকান্দার আবু জাফরের জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার তালায় তার পৈতৃক বাড়িতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও কবির পরিবার।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, ১৯ মার্চ কবির জন্মদিন হলেও আমন্ত্রিত অতিথিদের সুবিধার কথা মাথায় রেখে দুই দিন পর ২১ মার্চ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সিকান্দার আবু জাফর ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্ম নেন। তিনি তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করার পর কলকাতার রিপন কলেজে ভর্তি হন।
১৯৪১ সালে তিনি কাজী নজরুল ইসলামের নবযুগ পত্রিকায় যোগ দেন। এ ছাড়া দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাতেও সাংবাদিকতা করেছেন। পঞ্চাশের দশকে রেডিও পাকিস্তানে শিল্পী হিসেবে ছিলেন।
১৯৫৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সাহিত্য পত্রিকা সমকালের প্রকাশক ও সম্পাদক ছিলেন এই কবি। সমকালে তার বেশ কিছু কবিতা প্রকাশ করা হয়।
১৯৭৫ সালের ৫ আগস্ট ঢাকায় মৃত্যু হয় সিকান্দার আবু জাফরের। বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তিনি ১৯৮৫ সালে মরণোত্তর একুশে পদক ও ১৯৯৯ সালে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হন।