বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মরদেহ দিতে ১৪ দিন পর বিএসএফের চিঠি

  •    
  • ১৯ মার্চ, ২০২২ ১২:৩২

উপজেলার জয়পুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশ সময় বিকাল ৩টায় বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকটি হবে।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লিটন হোসেনের মরদেহ ফেরত দিতে পতাকা বৈঠকের জন্য বিজিবিকে চিঠি দিয়েছে বিএসএফ।

উপজেলার জয়পুর সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশ সময় বিকাল ৩টায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকটি হবে।

বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার আমজাদ হোসেন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ (শনিবার) সকালে তারা পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠিয়েছে।’

৫ মার্চ রাতে দৌলতপুরের বিলগাথুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন বিলগাথুয়া মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে লিটন। ৩৫ বছর বয়সী এ যুবকের মরদেহ ভারতের হোগলবাড়িয়া থানায় নিয়ে যায় বিএসএফ।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান জানান, লিটন ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে রাতে ফিরছিলেন।

ঘটনার পর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, ‘ভারতের হোগলবাড়িয়া থানা থেকে ফোন করে তাকে নিশ্চিত করা হয়েছে মরদেহটি সেখানে আছে। হোয়াটস অ্যাপে তারা মরদেহের ছবিও পাঠায়। পরে নিহতের বাড়ি বিলগাথুয়া মাঠপাড়ায় গিয়ে তার জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ছবির মিল পাওয়া যায়।’

পরে মরদেহ কীভাবে হস্তান্তর হবে এ বিষয়ে দুইদিন পর একবার বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ বিজিবির কাছে হস্তান্তরের কথা ছিল।

এ বিভাগের আরো খবর