খুলনা মহানগরীতে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী।
মহানগরীর খানজাহান আলী থানার একটি গ্যারেজে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই নারী।
স্থানীয়রা জানান, রাতে স্বামী-স্ত্রী গ্যারেজের সামনে থেকে যাচ্ছিলেন। সে সময় চার-পাঁচজন লোক ওই দম্পতিকে গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘ওই নারী শুক্রবার রাতে চারজনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা হলেন কামরুল, জীবন, সুমন ও আলা। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
‘ওই নারীকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।’