বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাঁশবাগানে পড়ে ছিল কিশোরীর মরদেহ

  •    
  • ১৮ মার্চ, ২০২২ ১৬:৫৯

সমিরন নিউজবাংলাকে বলেন, ‘গতকাল দুপুর ৩টা থেকে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা সবখানে খুঁজেছি। সেয়ানা মেয়ে, তাই চিন্তাটা খুব ছিল। আজকে ১১টার দিকে শুনলাম ওই বাঁশবাগানে আমার মনির লাশ পড়ে আছে।’

মাগুরার শ্রীপুরে বাড়ি থেকে কিছু দূরে বাঁশবাগানে পাওয়া গেছে এক স্কুলছাত্রীর মরদেহ। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল মেয়েটি।

উপজেলার হাট শ্রীকোল এলাকার উত্তরপাড়ায় কুমার নদের পাশের বাঁশবাগান থেকে শুক্রবার বেলা ১১টার দিকে পাওয়া যায় তার মরদেহ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মেয়েটির নাম রোজিনা আক্তার। ১১ বছরের রোজিনা উত্তরপাড়ার মিক্কিস শেখ ও সমিরন বেগমের মেয়ে। শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত সে।

সমিরন নিউজবাংলাকে বলেন, ‘গতকাল দুপুর ৩টা থেকে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা সবখানে খুঁজেছি। সেয়ানা মেয়ে, তাই চিন্তাটা খুব ছিল। রাত হয়ে গেলে গ্রামের আশেপাশেও খোঁজাখুজি করি, কিন্তু পাইনি। রাত ২টা পর্যন্ত নদী এলাকায় খুঁজেছি।

‘আজকে ১১টার দিকে শুনলাম ওই বাঁশবাগানে আমার মনির লাশ পড়ে আছে। আমরা ছুটে গিয়ে দেখি হাত-পা গোটানো ছিল। আমার মেয়েরে কারা যেন মেরে ফেলছে। ওর বাবা ঢাকায় সবজি বিক্রি করে। সে শুনে রওয়ানা দিয়েছে।’

নিহতের বড় ভাই রাজু শেখ নিউজবাংলাকে বলেন, ‘বোনকে গতকাল বেলা আড়াইটায় বাড়ির পাশে দেখেছি। এরপর রসুনের জমিতে যেতে শুনেছি, মা তাকে পাঠিয়েছিল। এরপর আর তাকে পাওয়া যায়নি। তাকে কেউ ধরে নিয়ে যেতে পারে বলে আমার ধারণা। এভাবে তাকে পাওয়া যাবে আমরা স্বপ্নেও ভাবিনি।’

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, মেয়েটির গলায় কাটা দাগ আছে। পুলিশের একাধিক দল বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেয়া হবে।

এ বিভাগের আরো খবর