আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘সরকার বাজার মনিটরিং জোরদার করেছে। দ্রুতই বাজার স্থিতিশীল হয়ে যাবে।’
দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বলেন, ‘মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে। কয়েকজন অসাধু মজুতদারকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
কুষ্টিয়ায় নিজ বাসায় শুক্রবার সকাল ১০টার দিকে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, ‘সরকার বাজার মনিটরিং জোরদার করেছে। দ্রুতই বাজার স্থিতিশীল হয়ে যাবে।’
বিএনপির সরকার পতনের আন্দোলন নিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘বিএনপি প্রতি ঈদের পরই আন্দোলনে যায়। জনবিচ্ছিন্ন এই দল শুধু সরকার পতনের আন্দোলনের কথা বলেই যায়। কিছু হয় না। জনগণ তাদের কথা গুরুত্ব দেয় না, আমলেও নিচ্ছে না।’