বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কারাগারে অসুস্থ, হাসপাতালে মৃত্যু ২ আসামির

  •    
  • ১৮ মার্চ, ২০২২ ১৫:১৮

সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও এম এ মোমিন জানান, আনছার আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে ওসমান শেখকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

নাটোর কারাগারে অসুস্থ হয়ে হত্যা ও মাদক মামলার ২ আসামির হাসপাতালে মৃত্যু হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টার দিকে হত্যা মামলার আসামি আনছের আলী মারা যান। এর ঘণ্টা খানেক আগে তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে মাদক মামলার আসামি ওসমান শেখ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে জেলা কারাগারের ডেপুটি জেলার জাহিদ হাসান বলেন, ‘আনছের আলী পাবনা জেলার চক ভানুরা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাত ৩টার দিকে বুকে ব্যথা শুরু হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তিনি মারা যান।’

তিনি জানান, ১৭ জানুয়ারি লালপুর থানার একটি হত্যা মামলার আসামি হিসেবে আনছার আলীকে কারাগারে আনা হয়। এদিকে ১৪ মার্চ মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ওসমান শেখের সাজা হয়। সেদিন থেকেই তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন।

সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও এম এ মোমিন জানান, আনছার আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে ওসমান শেখকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরো খবর