বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেপটিক ট্যাংকে নেমে কিশোরসহ ২ শ্রমিকের মৃত্যু

  •    
  • ১৮ মার্চ, ২০২২ ১১:১৭

নিখিল কুমার দাস বলেন, ‘আমার নতুন বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলছে। শুক্রবার সকালে শরিফুল ট্যাংকে নেমে কাজ করছিলেন। অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে সাগর তাকে ডাকতে নিচে নামে। একপর্যায়ে দুজনেরই কোনো সাড়া না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই।’

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আলমডাঙ্গা পৌর এলাকার দাসপাড়ায় শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া জেলার শিলাইদহ গ্রামের ৩৫ বছর বয়সী শরিফুল ইসলাম ও পাবনা জেলার চাটমোহর রেলবাজার এলাকার ১৪ বছর বয়সী সাগর কুমার দাস।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দাসপাড়ার নিখিল কুমার দাস বলেন, ‘আমার নতুন বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলছে। শুক্রবার সকালে শরিফুল ট্যাংকে নেমে কাজ করছিলেন। অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে সাগর তাকে ডাকতে নিচে নামে। একপর্যায়ে দুজনেরই কোনো সাড়া না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই।

‘ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মির্জা গালিব জানান, সেপটিক ট্যাংকে কার্বন ডাইঅক্সাইডের পরিমান বেশি থাকে। নির্মাণাধীন ট্যাংকে নেমে অক্সিজেনের অভাবে ও কার্বন ডাইঅক্সাইডের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

ওসি সাইফুল বলেন, ‘দুই শ্রমিকের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।’

এ বিভাগের আরো খবর