লক্ষ্মীপুরে নিজ ঘর থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক।
পৌর শহরের মাস্টার কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সানজিদা আক্তার নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনরা জানান, সানজিদার স্বামী রাজন হোসেন মালয়েশিয়া প্রবাসী। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনের সিম নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে রাজন তাদের ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান।
একসময় সানজিদা তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। অনেকক্ষণ ধরে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে মরদেহ ঝুলতে দেখেন তার মা ও বোন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ নিউজবাংলাকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে ওই নারী আত্মহত্যা করেছেন। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত রিপোর্ট পেলে বলা যাবে মৃত্যুর কারণ।’