বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্রমিককে কুপিয়ে আহতের অভিযোগ

  •    
  • ১৮ মার্চ, ২০২২ ০৯:৫৯

সদর থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘ইটভাটার শ্রমিকের ওপর হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে, সেটি বের করার চেষ্টা চলছে, পাশাপাশি জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।’

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে বিয়েবহির্ভূত সম্পর্কের সন্দেহে এক ইটভাটার শ্রমিককে কুপিয়ে গুরুতর আহতের অভিযোগ পাওয়া গেছে।

ভবানীগঞ্জ এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত শ্রমিক মো. শাহজাহান সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ার হোসেন।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

আহতের স্বজনদের দাবি, স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে এমন মিথ্যা অপবাদ দিয়ে শাহজাহানের ওপর এ সন্ত্রাসী হামলা চালিয়েছেন স্থানীয় সুমন হোসেন ও তার ভাই সুজন হোসেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, ভবানীগঞ্জ এলাকার একটি ইটভাটায় কাজ করেন শাহজাহান। রাত ১১টার দিকে মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যান এলাকার সুমন ও সুজন।

শাহজাহানকে তাদের ঘরে নিয়ে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর আহত করেন ওই দুই ভাই। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সুজন হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে সুমনের স্ত্রীর সঙ্গে শাহজাহানের বিয়েবহির্ভূত সম্পর্ক চলছিল। এ নিয়ে প্রায়ই সুমন ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। এ বিষয়ে বারবার শাহজাহানকে সতর্ক করা হলেও তিনি সম্পর্ক চালিয়ে যান। এর জেরে বৃহস্পতিবার রাতে তাকে ঘরে ডেকে নিয়ে সতর্ক করি। তাকে কোনো মারধর করা হয়নি।’

তবে আহত শাহজাহান সুমনের স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। বলেন, ‘মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছেন। ওই দুজনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ওসি জসিম উদ্দিন বলেন, ‘ইটভাটার শ্রমিকের ওপর হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে, সেটি বের করার চেষ্টা চলছে, পাশাপাশি জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।’

এ বিভাগের আরো খবর