বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানীতে মন্দির সংলগ্ন ঘরে হামলার অভিযোগ

  •    
  • ১৮ মার্চ, ২০২২ ০২:১৯

মন্দিরের সাধারণ সম্পাদক রুপানুগ প্রভু নিউজবাংলাকে বলেন, ‘মন্দিরের কিছু জমি দখল করে রেখেছেন শফিউল্লাহ। তার কাছে কোনো ডকুমেন্টস নেই। আমরা তাকে উঠে যাওয়ার জন্য বলেছি, মামলাও করি। মামলার কাগজ পেয়ে আজ তিনি মন্দিরের আরও জায়গা দখলের জন্য এসেছিলেন। দেড়শ’ থেকে দুশ’ লোক অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখল করতে এসেছিল।’

রাজধানীর ওয়ারীতে‌ রাধাকান্ত জিউ মন্দি‌র সংলগ্ন একটি পুরনো ঘরের দেয়াল ভেঙে জায়গা দখলচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে দু’পক্ষে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মন্দির কর্তৃপক্ষ দাবি করছে, এই রাধাকান্ত জিউ মন্দি‌র আড়াইশ’ বছরের পুরনো। মন্দিরের জায়গায় থাকা একটি ঘর ভেঙে ওই জায়গা দখলের চেষ্টা করছেন শামস শফিউল্লাহ নামে স্থানীয় এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে তিনি শতাধিক ব্যক্তিকে সঙ্গে নিয়ে জায়গাটি দখল করতে আসেন এবং ভাঙচুর চালান।

পুলিশের সামনেই ঘরের দেয়াল ভাঙচুর ও প্রতিমা তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মন্দিরের সাধারণ সম্পাদক রুপানুগ প্রভু। ঘটনাস্থলে পুলিশ থাকলেও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান তিনি।

রুপানুগ প্রভু নিউজবাংলাকে বলেন, ‘মন্দিরের কিছু জমি দখল করে রেখেছেন শফিউল্লাহ। তার কাছে কোনো ডকুমেন্টস নেই। আমরা তাকে উঠে যাওয়ার জন্য বলেছি, মামলাও করি। মামলার কাগজ পেয়ে আজ তিনি মন্দিরের আরও জায়গা দখলের জন্য এসেছিলেন। দেড়শ’ থেকে দুশ’ লোক অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখল করতে এসেছিল।’

তিনি আরো বলেন, ‘মন্দিরের স্ট্রাকচারের মধ্যে একটি পুরনো ঘর রয়েছে। জমি দখল করতে আসা লোকজন সেখানে ভাঙচুর করেছে। অথচ এই জমির মালিকানার কোনো কাগজপত্র তার কাছে নেই। এটা মন্দিরে জায়গা। আর উনি যেটা দখল করে আছেন সেটা ২২২-এর ৩ নম্বর দাগের জমি।’

ওয়ারি পুলিশ বলছে, মন্দিরটি ২২২ নম্বর দাগে। এর পাশের জমি নিয়ে বিরোধ। ২২২-এর ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর দাগ নিয়ে মামলা চলছিল। বৃহস্পতিবার রাতে স্থানীয় ব্যক্তি শামস শফিউল্লাহ ২২২-এর ৩ নম্বর দাগের জমি দখল নিতে এসেছিলেন। তাদের সরিয়ে দেয়া হয়েছে। আদালত থেকে নির্দেশ থাকলে যথাযথ প্রক্রিয়ায় তা সম্পন্ন করতে বলা হয়েছে।

ডিএমপি ওয়ারি বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘মন্দির কর্তৃপক্ষ যে মামলা করেছিল আদালত তা খারিজ করে দিয়েছে। খারিজ করার পর ২২২-এর ৩ নম্বর দাগের জমিতে শামস শফিউল্লাহর লোকজন এসেছিলেন। গলির মুখে একটি টিনশেড দোকান ছিল, যা দীর্ঘদিন মামলার কারণে বন্ধ ছিল। শফিউল্লাহর লোকজন সেখানে একটি দেয়াল ভেঙেছে। আমরা তাদের সরিয়ে দিয়ে বলেছি, রাতের আঁধারে দখল চলবে না। আদালতের আদেশ থাকলে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

এ বিভাগের আরো খবর