বরিশাল নগরীর শীতলাখোলায় দোল উৎসবে হোলি খেলায় মেতেছে তরুণ-তরুণীরা।
নগরীর কাঞ্চন উদ্যানের সামনে বৃহস্পতিবার সকাল ১০টায় উৎসব শুরু হয়।
উৎসবের অন্যতম উদ্যোক্তা স্বাগতা দাস জানান, সাধারণত ফাল্গুনের পূর্ণিমা তিথিতে এই উৎসব হয়ে থাকে। পঞ্জিকার হিসাবমতে, শুক্রবার উৎসবের ধার্য দিন ছিল। তবে এক দিন আগেই শীতলাখোলা যুব সমাজ অনুষ্ঠানের আয়োজন করে। জাতিধর্মের বিভেদ ভুলে শিশু যুব থেকে শুরু করে শত শত লোক হোলি খেলায় যোগ দেন।
খেলায় অংশ নেয়া ব্যক্তিরা জানান, করোনায় টানা দুবছর তারা দোল উৎসব উদযাপন করতে পারেননি। এবার অংশ নিতে পেরে সবাই বেশ উপভোগ করেছেন।
স্বাগতা দাস বলেন, ‘দুই মাস আগে থেকে আমরা প্রস্তুতি নেয়া শুরু করি। টি-শার্ট বিতরণ বুধবার শেষ করি। দোল উৎসবে রঙের খেলায় মেতে ওঠে তরুণ-তরুণীরা।’