নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শান ফেব্রিকসের গুদামের আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
মেঘনা শিল্পাঞ্চলের ঝাউচর এলাকায় ওই পোশাক কারখানার গুদামে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোনারগাঁও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই গুদামে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে। সেখানে প্রচুর তুলা ও সুতা থাকায় আগুন নেভাতে সময় লাগে।
আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনও জানা যায়নি বলে জানান ওই কর্মকর্তা। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও তিনি জানান।
সোনারগাঁও থানার উপপরিদর্শক মোহাম্মদ মিজান জানান, ওই কারখানার ভেতরে তুলা দিয়ে সুতা বানানো হয়। এক পাশের সেই অংশে কাজ চলছিল। সন্ধ্যায় শ্রমিকরা হঠাৎ গুদামে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।