বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাতা বন্ধ কেন, জানেন না ১৩৯ বীর মুক্তিযোদ্ধা

  •    
  • ১৭ মার্চ, ২০২২ ২১:৫০

কয়েকজন বীর মুক্তিযোদ্ধা জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সমন্বিত তালিকা তৈরি করছে। এতে ৩৩টি প্রমাণকসহ বীর মুক্তিযোদ্ধাদের জামুকার সুপারিশ প্রয়োজন। এসব জটিলতায় এই ভাতা বন্ধ থাকতে পারে।

বগুড়ার চার উপজেলায় ১৩৯ জন বীর মুক্তিযোদ্ধার ভাতা আটকে গেছে। তবে ভাতা বন্ধ হওয়ার বিষয়ে কোনো চিঠি পাননি তারা।

কয়েকজন বীর মুক্তিযোদ্ধা জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সমন্বিত তালিকা তৈরি করছে। এতে ৩৩টি প্রমাণকসহ বীর মুক্তিযোদ্ধাদের জামুকার সুপারিশ প্রয়োজন। এসব জটিলতায় এই ভাতা বন্ধ থাকতে পারে।

সোনালী ব্যাংকের কয়েকটি শাখায় খোঁজ নিয়ে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের ভাতা গত ৯ মার্চ আসে। এতে বগুড়ার চার উপজেলার ১৩৯ জনের হিসাবে ফেব্রুয়ারির ভাতা জমা হয়নি। অথচ তারা জানুয়ারি মাসের ভাতা পেয়েছিলেন। অন্যরা টাকা পেয়েছেন। এই চার উপজেলা হলো বগুড়া সদর, দুপচাঁচিয়া, ধুনট ও নন্দীগ্রাম।

ব্যাংক জানিয়েছে, বগুড়ার সব উপজেলায় অনেক বীর মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ হয়েছে। তবে ভাতা জমা না হওয়ার বিষয়ে তারা কোনো চিঠি পাননি।

নিউজবাংলার অনুসন্ধানে ভাতা পাননি এমন দুজনকে পাওয়া যায়। তাদের একজন তোফাজ্জাল হোসেন তোতা। বগুড়া সদরের মালতীনগরের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তিনি।

কলেজজীবনে ছাত্র ইউনিয়ন করতেন। ছিলেন সেই সময়ের আজিজুল হক কলেজের নেতা। যুদ্ধের ডাক পেয়ে যান ভারতে। সেখানে গেরিলা প্রশিক্ষণ নিয়ে দেশকে মুক্ত করতে যুদ্ধে অংশ নেন।

তোফাজ্জল ভাতা নিয়মিত পেতেন। ফেব্রুয়ারিতে হঠাৎ সেটি বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হলো, সেই উত্তর নেই তার কাছে।

তিনি বলেন, ‘২০০৪ সালের যাচাইবাছাই তালিকা করে আমাদের নাম রেজ্যুলেশন করা হয়। আমরা ভারতীয় গেরিলা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত। সব কাগজ আমার আছে।’

তোফাজ্জল বলেন, ‘এতদিন নিয়মিত ভাতা পেয়ে এসেছি। ফেব্রুয়ারিতে কী হলো? টাকা ব্যাংকে আসেনি। কোনো চিঠি বা নোটিশও দেয়নি। শুনেছি অনেকের বিএনপি করার কারণে সম্মানী ভাতা আটকে গেছে। অথচ আমি তো কখনও বিএনপি করিনি।’

এমনি আরেকজন ভাতাবঞ্চিত নাট্যাভিনেতা আহসানুল হক মিনু। তিনি জানুয়ারি মাস পর্যন্ত পেয়েছেন। ফেব্রুয়ারিতে কোনো টাকা পাননি।

আহসানুল হক বলেন, ‘২০০৫-এ অনেকগুলো গেজেট হয়। এর মধ্যে লাল মুক্তিবার্তায় অনেকে অন্তর্ভুক্ত হয়েছেন। যারা যুদ্ধ করেছেন তারাও হয়েছেন। যারা ‍যুদ্ধ করেননি তারাও তালিকায় নাম দিয়েছিলেন। অনেক চোরবাটপারও এই সময় নিজের নাম বীর মুক্তিযোদ্ধার তালিকায় দেয়।

‘এটা সাময়িক সমস্যা বলে মনে করছি। বীর মুক্তিযোদ্ধার তালিকার যাচাইবাছাইয়ে জামুকার সুপারিশ লাগবে। তাদের প্রক্রিয়া শেষ হলে ভাতা বন্ধের এই সমস্যার সমাধান হবে।’

ভাতা বন্ধের বিষয়ে বগুড়া জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু বলেন, ‘ভাতা বন্ধের কথা শুনেছি। তবে জেলায় কতজনের ভাতা বন্ধ হয়েছে তা বলতে পারব না। কারণ আমাদের কাছে এখন কোনো তথ্য থাকে না।’

সাবেক এ কমান্ডার আরও বলেন, ‘২০১৭ সালে বীর মুক্তিযোদ্ধার নাম যাচাইবাছাই শুরু হয়। ওই সময় মামলা জটিলতায় বগুড়া সদর, শাজাহানপুর ও নন্দীগ্রাম এই তিনটি উপজেলা বাদ থাকে। তখন থেকে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি বা যাবতীয় তথ্য রাখার বিষয় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা দেখছেন। সব হিসাব তাদের হাতে দেয়া হয়েছে।’

আরেক বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গৌর গোপাল গোস্বামী বলেন, ‘সম্প্রতি একটি যাচাইবাছাই হয়। এতে অনেকের নাম বাদ পড়েছে বলে শুনেছি।’

জেলার কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে জানা যায়, ২০২১ সালের জানুয়ারিতে যাচাইবাছাই কার্যক্রম শুরু করে জামুকা। ওই সময় বগুড়ায় যাচাইবাছাইয়ে সমস্যা হয়। পরে সেই কাজ স্থগিত করে জামুকা। সম্প্রতি পঞ্চম ধাপের যাচাইবাছাইয়ে সমন্বিত খসড়া তালিকা তৈরি করে জামুকা। এখানে যেমন নতুন করে বীর মুক্তিযোদ্ধার নাম সংযোজন হয়েছে, তেমনি অনেকের নাম বাদ পড়েছে।

জেলার বীর মুক্তিযোদ্ধাদের ভাতাভোগীর পরিসংখ্যান সোনালী ব্যাংকে সংরক্ষণ করা হয়। ২০২১ সালের আগস্ট মাসে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা উপজেলা পর্যায়ের সোনালী ব্যাংকের শাখায় পাঠানো হয়। এর আগে সমাজসেবা অধিদপ্তর এই তথ্য সংরক্ষণ করত।

সোনালী ব্যাংকের ধুনট শাখার ব্যবস্থাপক মাহবুবুল আলম জানান, উপজেলায় ফেব্রুয়ারি মাসে ভাতা পাননি ২৯ জন। ধুনট শাখায় মোট বীর মুক্তিযোদ্ধা ভাতাভোগী ২১২ জন। আর ফেব্রুয়ারি মাসে ভাতা এসেছে ১৮১ জনের।

দুপচাঁচিয়া উপজেলা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক এস এম মনোয়ার হোসেন জানান, ফেব্রুয়ারি মাসে ভাতা এসেছে ১৫৬ জনের। আর ২৯ জনের বন্ধ রয়েছে।

নন্দীগ্রাম উপজেলার সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মতিউর রহমান জানান, দুজন ফেব্রুয়ারি মাসের মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। জানুয়ারি মাসে সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখায় ভাতা জমা হয় ৪৮ জনের। ফেব্রুয়ারি মাসে আসে ৪৬ জনের।

সোনালী ব্যাংকের করপোরেট শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মোস্তফা কামাল জানান, বগুড়া সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধার ভাতাভোগীর সংখ্যা ৩৯৫ জন। গত জানুয়ারি মাসে এই ভাতা পেয়েছেন ৩৭৮ জন। আর ফেব্রুয়ারিতে ভাতা পান ৩২২ জন। তবে এর মধ্যে উত্তোলন করতে পারেন ৩১১ জন। ওয়ারিশ ও বিভিন্ন সমস্যার জন্য বাকি ১১ জনের ভাতা তোলা হয়নি। কাগজপত্রের কাজ শেষ হলেই তারা এই টাকা উত্তোলন করতে পারবেন।

তিনি জানান, ওই হিসাবে সদর উপজেলায় ৮৪ জন মুক্তিযোদ্ধা গত ফেব্রুয়ারি মাসে ভাতা পাননি।

মোস্তফা কামাল বলেন, ‘এখন বীর মুক্তিযোদ্ধাদের তথ্য এমআইএস পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে পে-রোল পাঠাই আমরা। মন্ত্রণালয় সেই পে-রোল সমন্বয় করে বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসাবে টাকা পাঠায়।’

করপোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার জেসমীন আক্তার বলেন, ‘জামুকার যাচাইবাছাই কাজের কারণে সব উপজেলায় কমবেশি বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ রয়েছে। এখানে আমাদের কোনো এখতিয়ার নেই। আমরা শুধু টাকাগুলো বিতরণ করি।’

কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে জানা যায়, ২০২০ সালের ১৮ অক্টোবর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে সনদ যাচাইয়ের বিষয়ে একটি পরিপত্র ইস্যু করা হয়। পরে প্রমাণক সংক্রান্ত পরিপত্র মন্ত্রিপরিষদ বিভাগ, সেনা, নৌ, বিমানবাহিনীসহ সরকারের সব মন্ত্রণালয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানোর প্রক্রিয়াও শুরু করে।

এ পরিপত্রে সাতটি শ্রেণিতে ৩৩টি প্রমাণক নির্ধারণ করা হয়েছে।

এগুলো হলো

ক. ভারতীয় তালিকা (পদ্মা, মেঘনা, সেক্টর, সেনা, নৌ ও বিমানবাহিনী); খ. লাল মুক্তিবার্তা (চূড়ান্ত লাল বই) ও লাল মুক্তিবার্তায় স্মরণীয় যারা বরণীয় যারা; গ. গেজেট (বেসামরিক গেজেট, প্রবাসে বিশ্ব জনমত গেজেট, বিসিএস ধারণাগত জ্যেষ্ঠতাপ্রাপ্ত গেজেট, বিসিএস গেজেট, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক গেজেট, বীরাঙ্গনা, স্বাধীন বাংলা ফুটবল দল, ন্যাপ-কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী, বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়োজিত বা দায়িত্ব পালনকারী মুক্তিযোদ্ধা, মুজিবনগর গেজেট; ঘ. বাহিনী গেজেট (সেনা, নৌ, বিমান, বিজিবি, পুলিশ, আনসার ও নৌ-কমান্ডো); ঙ. শহীদ গেজেট (শহীদ বেসামরিক গেজেট, সশস্ত্র বাহিনী শহীদ গেজেট, শহীদ বিজিবি গেজেট, শহীদ পুলিশ গেজেট); চ. খেতাবপ্রাপ্ত গেজেট; এবং ছ. যুদ্ধাহত (যুদ্ধাহত গেজেট, যুদ্ধাহত পঙ্গু, যুদ্ধাহত বিজিবি গেজেট ও যুদ্ধাহত সেনা গেজেট)।

এ বিভাগের আরো খবর