হবিগঞ্জের নবীগঞ্জে টিউবওয়েল লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন।
উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শ্রমিকরা হলেন সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের হাসিবুল মিয়া ও একই উপজেলার সেননগর গ্রামের জুটন মিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুজাপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে টিউবওয়েল লাগানোর কাজ করছিলেন কয়েক শ্রমিক। বিকেলে মাটির নিচে বসানো লোহার পাইপগুলো ওপরে তুলছিলেন তারা। এ সময় একটি পাইপ তোলার পর সেটি গিয়ে পল্লী বিদ্যুতের তারে লাগে। সেই পাইপ ধরে থাকা হাসিবুল ও জুটন বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাদের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।