হাসপাতালে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে বগুড়ায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা নিজেদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের কর্মকর্তা পরিচয় দিতেন। এভাবে মানুষকে বোকা বানিয়ে চাকরি দেয়ার নামে প্রতারণা করতেন এই চারজন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার চককাতুলী গ্রামের আব্দুর রাজ্জাক আফজাল, নুরুজ্জামান সজল, সদর উপজেলার কদিমপাড়া গ্রামের লুৎফর রহমান মালেক এবং ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মলানকুড়ি গ্রামের সাদেকুল ইসলাম।বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী।এর আগের দিন বুধবার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর ও গাবতলী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার সাদেকুল ও রাজ্জাক মিলে সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র তৈরির কাজ শুরু করেন। পরবর্তী সময়ে তারা একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলেন। তখন নুরুজ্জামান সজল ও লুৎফর রহমান তাদের সঙ্গে যোগ দেন। এভাবে তারা প্রতারণার জন্য একটি শক্তিশালী চক্র গড়ে তোলেন। এই কাজে তাদের সবার আলাদা আলাদা দায়িত্ব বণ্টন করা থাকে। প্রতারণার ধরন অনুযায়ী তারা নিজেদের সরকারি ডাক্তার, সরকারি মেডিক্যালের প্রশাসনিক কর্মকর্তা, ভূমি অফিসের প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা, ওয়ার্ড ইনচার্জ হিসেবে পরিচয় দিয়ে থাকেন।এসপি সুদীপ কুমার বলেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
হাসপাতালে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ৪
পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, গ্রেপ্তার সাদেকুল ও রাজ্জাক মিলে সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র তৈরির কাজ শুরু করেন। পরবর্তী সময়ে তারা একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলেন। তখন নুরুজ্জামান সজল ও লুৎফর রহমান তাদের সঙ্গে যোগ দেন।
-
ট্যাগ:
- প্রতারণা
এ বিভাগের আরো খবর/p>