টানা তিন দিনের ছুটিতে ব্যক্তিগত ছোট গাড়ি ও পণ্যবাহী যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। বাড়তি চাপের কারণে নদী পার হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। প্রচণ্ড গরম এই ভোগান্তির মাত্রা বাড়িয়েছে।
বৃহস্পতিবার দুপুরের পর থেকে ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকের চাপ দেখা যায় ঘাট এলাকায়। তবে বাসের চাপ তেমন নেই।
ফদিরপুরগামী আসাদুল করিম জানান, সকালে ঢাকা থেকে রওনা দিয়ে বেলা ১টার দিকে পাটুরিয়া ঘাটে প্রাইভেট কার নিয়ে পৌঁছান। দেড় ঘণ্টা অপেক্ষা করে ফেরির দেখা মেলে।
রাজবাড়ীর আসমা আক্তার বলেন, ‘আমার স্বামী একটি পোশাক কারখানায় কাজ করেন। শ্বশুর-শাশুড়ি গ্রামের বাড়িতে থাকায় তাদের সঙ্গে দেখা করতে গ্রামের বাড়িতে যাচ্ছি। কিন্তু পাটুরিয়া ঘাটে জ্যামে আটকা পড়েছি। তিন বছরের বাচ্চাকে নিয়ে গরমে খুব কষ্ট করতে হচ্ছে। এই রোদের মধ্যে গাড়িতে বসে থাকতে কেমন লাগে।’
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের উপব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, তিন দিনের ছুটির কারণে ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। তবে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘাট স্বাভাবিক ছিল। দুপুরের পর থেকে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে।
শুধু ছোট ব্যক্তিগত ও পণ্যবাহী ট্রাকের চাপ একটু বেশি। এই মুহূর্তে ঘাট এলাকায় প্রায় ৩০টি বাস, তিন শতাধিক পণ্যবাহী ট্রাক এবং চার শতাধিক ব্যক্তিগত গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, যানবাহনের চাপ থাকায় জরুরি কাজে নিয়োজিত যানবাহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। যানবাহনের চাপ কমলে সিরিয়াল অনুযায়ী বাকি গাড়ি পার করা হবে।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।