বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মুজিব’-এর পোস্টার প্রকাশ

  •    
  • ১৭ মার্চ, ২০২২ ১৬:০২

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন বলেন, ‘সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। কাজ শেষ করে সিনেমাটি বুঝিয়ে দিলেই মুক্তি নিয়ে পরিকল্পনা শুরু হবে।’

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা মুজিব-একটি জাতির রূপকার। জাতির জনকের ১০০তম জন্মদিন উদযাপন আয়োজনের অংশ হিসেবে সিনেমাটি নির্মাণ শুরু হয়।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল।

করোনার কারণে সিনেমাটির কাজ শেষ হতে দেরি হয়। তাই বঙ্গবন্ধুর শততম জন্মদিনে সিনেমাটি মুক্তি দেয়া সম্ভব হয়নি।

বৃহস্পতিবার বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন। বিশেষ এ দিনে উন্মোচন করা হলো বঙ্গবন্ধু বায়োপিকের প্রথম ঝলক বা পোস্টার।

পোস্টার উন্মোচনের আয়োজনে বক্তব্য দেন বঙ্গবন্ধু চরিত্রের অভিনয়শিল্পী আরিফিন শুভ। ছবি: সাইফুল ইসলাম

বৃহস্পতিবার দুপুরে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে পোস্টারটি উন্মোচন করে বাংলাদেশের এফডিসি এবং ভারতের এনএফডিসি কর্তৃপক্ষ।

আয়োজনে উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বঙ্গবন্ধু চরিত্রের অভিনয়শিল্পী আরিফিন শুভ। তরুণ বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা দিব্যজতি।

অনলাইনে যুক্ত হন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার পরিণত বয়সের চরিত্রাভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

পোস্টার উন্মোচনের আয়োজনে উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বঙ্গবন্ধু চরিত্রের অভিনয়শিল্পী আরিফিন শুভ। তরুণ বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা দিব্যজতি। ছবি: সাইফুল ইসলাম

আয়োজনে ভারত থেকে অনলাইনে যুক্ত হন বঙ্গবন্ধু বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল।

সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে বলে জানিয়েছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

তিনি বলেন, ‘সিনেমার শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। কাজ শেষ করে সিনেমাটি বুঝিয়ে দিলেই মুক্তি নিয়ে পরিকল্পনা শুরু হবে।’

বায়োপিকটিকে এতদিন বঙ্গবন্ধু নামে ডাকা হলেও এখন বায়োপিকটির নাম মুজিব-একটি জাতির রূপকার। এফডিসির এমডি জানান, বঙ্গবন্ধু ছিল বায়োপিকটির ওয়ার্কিং টাইটেল। শুটিং শেষ হলে বেশ কটি নাম প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া হয়। সেখানে থেকে প্রধানমন্ত্রী মুজিব-একটি জাতির রূপকার নামটি পছন্দ করেন। পরে এ নামটি চূড়ান্ত করা হয়।

পোস্টারে যে হাতটি দেখা যাচ্ছে, সেটি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা অভিনেতা আরিফিন শুভর হাত। অভিনেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

নুজহাত ইয়াসমিন আরও বলেন, ‘২০১৭ সালের ৮ এপ্রিল বাংলাদেশ-ভারতে একটি অডিও-ভিজুয়াল চুক্তি হয়। তারই অংশ হিসেবে সিনেমাটি হয়েছে। ২০২০ সাল থেকে এর কাজ শুরু হয়। আমরা পরিচালকের পছন্দ অনুযায়ী কাজ করেছি।’

আরিফিন শুভ বলেন, ‘জাতির জনকের জন্মদিন আজ, বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে এটা বিশেষ দিন। পোস্টার প্রকাশ পেল আজ। আমরা অনেক কষ্ট করেছি। তারই প্রথম ঝলক এলো। সবার কাছে কৃতজ্ঞতা এমন কাজ করতে পেরে।’

এ বিভাগের আরো খবর