চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে এক কেজিরও বেশি ওজনের ১০টি স্বর্ণবার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেদ্দা থেকে আসা বিমানের যাত্রী সাজ্জাদ হোসাইনের লাগেজ থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সালাউদ্দিন রেজভি।
তিনি বলেন, ‘জেদ্দা থেকে আসা বিজি ৪১৩৬ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ সাজ্জাদ হোসাইনের লাগেজ স্ক্যানিংয়ে ভেতরে বার থাকার বিষয়টি ধরা পড়ে।
‘পরে যাচাইয়ে লাগেজের ভেতর একটি খেলনা গাড়ির লিথিয়াম ব্যাটারির কার্বনের সঙ্গে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ১ হাজার ১৭০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।’
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।