ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের কাছে ফুটপাত থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ময়লার স্তূপের পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে কাপড়ে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার করি, পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
‘ধারণা করা হচ্ছে কে বা কারা মৃত অবস্থায় মরদেহটি ফেলে রেখে গেছে। এ বিষয়ে এখনও স্পষ্ট কোনো কিছু জানতে পারিনি, তবে চেষ্টা চলছে,’ যোগ করেন এই পুলিশ সদস্য।