বন্ধের প্রায় দুই বছর পর ঢাকা থেকে কলকাতায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার। আগামী ২৭ মার্চ থেকে রুটটিতে ফ্লাইট ফের চালু হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এয়ারলাইনসটির কর্তৃপক্ষ।
পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে এ রুটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা থেকে প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে এবং কলকাতা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে।
বিশ্বে করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ২৫ মার্চ থেকে ঢাকার সঙ্গে আকাশপথে যোগাযোগ স্থগিত করে ভারত। সে সময় অন্যান্য এয়ারলাইনসের মতোই কলকাতায় বাণিজ্যিক ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় নভোএয়ার। অবশ্য এ সময়ে বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে এয়ারলাইনসটি।
সম্প্রতি ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় ২৭ মার্চ থেকে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে এয়ারলাইনসটি।