জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করবে সরকার।
এর অংশ হিসেবে ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুই সপ্তাহে ৩ কোটি ২৫ লাখ টিকা দেয়া হবে।
এ ক্যাম্পেইনে ২ কোটি দ্বিতীয় ডোজ দেয়া হবে। বাকিগুলো হবে বুস্টার ও প্রথম ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলে ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ মানুষকে করোনার টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর। গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে এই ক্যাম্পেইন করা হবে।
‘করোনা নিয়ন্ত্রণে আমরা খুব ভালো অবস্থানে রয়েছি। করোনায় যারা আক্রান্ত হয়েছে, তাদের আমরা হাসপাতালে ভালো চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছি; অক্সিজেন ও আইসিইউর অভাব নাই।’
স্বাস্থ্যমন্ত্রী জানান, ২২ কোটি ডোজ টিকা এরই মধ্যে দেয়া হয়েছে। এই মাসে তিন কোটি ডোজ দেয়া হলে সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায় চলে আসবে। মোট জনসংখ্যার ৭৫ শতাংশ মানুষের দ্বিতীয় ডোজের আওতায় চলে আসবে।
তিনি বলেন, ‘এ বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় ডোজ দেয়ার চার মাস অতিবাহিত হয়েছে, এমন ব্যক্তিদের আহ্বান করব আপনারা যাতে করোনার টিকা নিতে আসেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক আহমেদুল কবীরসহ সংশ্লিষ্টরা।