করোনা নিয়ন্ত্রণে টিকার দ্বিতীয় ডোজ নেয়ার চার মাসের মধ্যে বুস্টার ডোজ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যার আগে মেয়াদ ছিল ৬ মাস।
টিকাদান কর্মসূচি বাস্তবায়নের সার্বিক বিষয় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
তিনি বলেন, বুস্টার ডোজ কর্মসূচির শুরুর দিকে দ্বিতীয় ডোজ নেয়ার ছয় মাস পর দেয়া হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন ছয় মাস নয়, চার মাস পরই বুস্টার ডোজ নেয়া যাবে। যে কারণে আমরাও এখন চার মাস পর বুস্টার ডোজ দেয়া শুরু করেছি।
আগামীকাল থেকে দ্বিতীয় ডোজ নেয়ার পর চার মাস পার হয়েছে এমন ব্যক্তি বুস্টার ডোজ নিতে পারবে। এ ক্ষেত্রে টিকার এসএমএস পাওয়া লাগে না।
তিনি বলেন, ‘এ পর্যন্ত ২২ কোটি ডোজ দেয়া হয়েছে। এই মাসে তিন কোটি ডোজ দেয়া সম্পন্ন হলে সাড়ে ১২ কোটি মানুষ টিকার আওতায় চলে আসবে। মোট জনসংখ্যার ৭৫ শতাংশ মানুষের দ্বিতীয় ডোজের আওতায় চলে আসবে। এ বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় ডোজ দেয়ার চার মাস অতিবাহিত হয়েছে এমন ব্যক্তিদের আহ্বান করব আপনারা যাতে করোনার টিকা নিতে আসেন।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে দেশে ১২ বছরের কম বয়সী শিশুদের টিকা দেয়া শুরু হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খোরশীদ আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক আহমেদুল কবীর।