চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজারের মদন বাবুর মোড়ে মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোজাম্মেল হক। তার বয়স ৫০ বছর। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার মুক্তিপাড়া এলাকার বাসিন্দা। তিনি চুয়াডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।
দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম জাহিদ হোসেন। তার বয়স ৪৫ বছর। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার পোস্ট অফিস পাড়ার বাসিন্দা।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ঝন্টু মিয়া নিউজবাংলাকে জানান, আলমডাঙ্গা থেকে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা থেকে ফিরছিলেন মোজাম্মেল ও জাহিদ। এ সময় মুন্সিগঞ্জ বাজারের মদন বাবুর মোড়ের অদূরে পৌঁছালে আলমডাঙ্গাগামী একটি ট্রাককে সাইড দিতে গেলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। পরে সড়কের পাশে থাকা গাইড ওয়ালে ধাক্কা লাগে। এতে দুজন গুরুতর আহত হন।
তিনি জানান, আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসানুল হক বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই মারা যান মোজাম্মেল। আহত জাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’
আলমডাঙ্গা থানার ওসি বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’