বিশ্বখ্যাত ব্র্যান্ডের ঘড়ির দেশের ক্রেতা-গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছে মোহাম্মদ অ্যান্ড সন্স। সম্প্রতি জেনিথ, ট্যাগ হিউয়ার, মন্টব্লাঙ্ক, মোভাডো, ওরিস, ফ্রেডেরিক কনস্ট্যান্টসহ অনেক নামী-দামি ঘড়ির ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছে মেঘনা গ্রুপের এই প্রতিষ্ঠান।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি সুইস ওয়াচ মেকার ফ্রেডেরিক কনস্ট্যান্টের মাধ্যমে তিন ধরনের ঘড়ি বাজারে এনেছে মোহাম্মদ অ্যান্ড সন্স। এর মধ্যে ৫০টি লিমিটেড এডিশন, স্পেশাল এডিশন ও দেয়াল ঘড়ি রয়েছে।
বাংলাদেশে ঘড়ির বাজার ক্রমবর্ধমান। চলমান অর্থবছরে বার্ষিক ১০ শতাংশ সিএজিআরসহ এ শিল্পের বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। সুইজারল্যান্ড, জার্মানি, জাপান, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশ থেকে আমদানি করা সব ব্র্যান্ডের ঘড়ির ব্যাপক চাহিদা রয়েছে দেশে।
রুচিশীল ও ফ্যাশন সচেতন গ্রাহকের এই চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি বেশ কয়েক বছর ধরে শীর্ষ মানের ঘড়ি আমদানি করছে। এর মধ্যে সুইস ব্র্যান্ডের ঘড়িও রয়েছে।
মোহাম্মদ অ্যান্ড সন্স-এর মহাব্যবস্থাপক সাফায়েত চৌধুরী জেসন বলেন, ‘রুচিশীল ও শীর্ষ ব্রান্ডের বিলাসবহুল ঘড়ি বিক্রির ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে কাজ করছে। দীর্ঘদিন ধরে ক্রেতাদের চাহিদা ও রুচির বিপরীতে আমাদের যোগান প্রশংসা কুড়িয়ে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
সাফায়েত চৌধুরী আরও বলেন, “ফ্রেডেরিক কনস্ট্যান্ট ওয়ার্ল্ডটাইমার বাংলাদেশ লিমিটেড এডিশন অসাধারণ সাফল্য পেয়েছে। এটি আমাদের আরও অনুপ্রাণিত করেছে। ফ্রেডেরিক কনস্ট্যান্টের সহযোগিতায় আমরা ‘ফ্রেডেরিক কনস্ট্যান্ট হাইলাইফ COSC বাংলাদেশ স্পেশাল এডিশন’ এবং সীমিত পরিমাণে ‘দেয়াল-ঘড়ি’ তৈরি করেছি। স্পেশাল এডিশন ও দেয়াল ঘড়ি আমাদের শো-রুমে পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে প্রি-অর্ডার থেকে উল্লেখযোগ্যসংখ্যক ইউনিট বিক্রি হয়ে গেছে।”
রাজধানীর গুলশান এভিনিউয়ে কাসাব্লাঙ্কা (নিচতলা) ও পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলে (লেভেল-১) মোহাম্মদ অ্যান্ড সন্স-এর শো-রুম রয়েছে। আগ্রহী ক্রেতারা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.mohammadandsons.com–এ যোগাযোগ করতে পারবেন।