সরকার দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘আমরা আশা করি, বাজারের এই সংকট থাকবে না। অল্প সময়ের মধ্যেই দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হব।’
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিবৃতিতে ওবায়দুল কাদের বিএনপিকে দ্রব্যমূল্য নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য ও অপপ্রচার থেকে বিরত থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। বলেন, ‘অতীতে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ভয়াবহ পরিস্থিতি, উত্তরবঙ্গে মঙ্গায় না খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ার দুর্বিষহ কষ্টের কথা মানুষ ভুলে যায়নি।’
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপি চরম ব্যর্থ হয়েছিল উল্লেখ করে এ সংকট কাটাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন সড়ক পরিবহনমন্ত্রী। বলেন, ‘ইতিমধ্যে আমদানি পর্যায়ে তেল, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। বাজার পরিস্থিতি বিবেচনায় ভোজ্যতেলের বর্তমান মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। কেউ অতিরিক্ত দাম রাখলে ১৬১২১ নাম্বারে ফোন করে অভিযোগ করার সুযোগ সৃষ্টি করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
‘পাশাপাশি অসাধু মুনাফাখোর মজুতদারদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এসব পদক্ষেপের কারণে বাজারের সংকট থাকবে না এবং দ্রুতই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে।’