ময়মনসিংহে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে অমিত দেবনাথ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
নগরীর সানকিপাড়া এলাকার প্রাপ্তি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে সোমবার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ২৭ বছরের অমিত দেবনাথ গফরগাঁও উপজেলার চিত্তরঞ্জন দেবনাথের ছেলে। গত বছরের ২২ নভেম্বর থেকে ওই মাদক নিরায়ম কেন্দ্রে ভর্তি ছিলেন তিনি।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন।
তিনি বলেন, ‘অমিতের মরদেহ ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কনফারেন্স কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলছিল। খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’
এদিকে ঘটনার পর থেকে ওই নিরাময় কেন্দ্রের দায়িত্বশীল কাউকে খুঁজে পাওয়া যায়নি। মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি কেউ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক খোরশিদুল আলম বলেন, ‘আমরাও ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। যদি আত্মহত্যা না হয়, তাহলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘এটি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও মামলা করা হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’