দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে ফাঁসাতে ঘরে হেরোইন রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাজশাহীর এক নারীকে। তাকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনি বউবাজার এলাকায় নিজ বাড়ি থেকে নাসরিন বেগম নামে ওই নারীকে সোমবার সন্ধ্যায় আটক করে ডিবি পুলিশ।
পরে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাসরিন বেগম ও সোহেল রানার সংসার ৬ বছরের। সম্প্রতি নাসরিনকে না জানিয়ে তারই মামাতো বোনকে বিয়ে করেছেন সোহেল। এ খবর জানার পর ক্ষুব্ধ হয়ে তাকে ফাঁসাতে পরিকল্পনা করেন নাসরিন।
আরেফিন আরও জানান, ওই বাড়িতে হেরোইন আছে এমন খবরে অভিযান চালানো হয়। ১০ গ্রাম হেরোইনসহ সেখান থেকে আটক করা হয় সোহেলকে। তবে পুলিশের সন্দেহ হওয়ায় স্বামী-স্ত্রী দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায় নাসরিন জানান, হেরোইন তিনিই এনেছিলেন।
নাসরিনের বরাতে ডিবির এই কর্মকর্তা জানান, তার অনুমতি না নিয়ে তার মামাতো বোনকে বিয়ে করেন সোহেল। তাই তিনি বাড়িতে হেরোইন রেখে কৌশলে ডিবিতে খবর পাঠান।
মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবুল হাসেম জানান, মঙ্গলবার দুপুরে নাসরিনকে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিচারক শংকর কুমার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।