ফেনীর ফুলগাজীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার একমাত্র আসামি আবদুল কাদের। ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ওই রায় দেন।
রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী কংস বণিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক অশান্তির কারণেই স্ত্রীকে হত্যা করেছিলেন প্রকাশ।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ফেনীর ফুলগাজী উপজেলা খাজুরিয়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে আবদুল কাদেরের সঙ্গে ২০১০ সালে আয়েশা আক্তার মুক্তার বিয়ে হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি মুক্তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন কাদের। পরে স্ত্রী অসুস্থ হয়ে মারা গেছেন বলে প্রচার করেন।
ঘটনার পরদিন ৬ জানুয়ারি মুক্তার মা ফিরোজা বেগম ফুলগাজী থানায় একটি মামলা করেন। একই বছরের ১৫ মার্চ মামলাটির অভিযোগপত্র গ্রহণ করে আদালত।
আইনজীবী কংস বণিক বলেন, ‘বিয়ের পর থেকে দাম্পত্য কলহের একপর্যায়ে আসামি তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে অসুস্থ হয়ে মারা গেছে বলে প্রচার করে। দীর্ঘদিন পর সাক্ষ্যগ্রহণ শেষে রায় দিয়েছেন বিচারক।’
আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন টিপু বলেন, ‘আসামির পরিবারের সঙ্গে কথা বলে উচ্চ আদালতে আপিল করব। মামলার নথিতে হত্যাকাণ্ডের কারণ উল্লেখ করেননি বাদী। উচ্চ আদালতে আমরা ন্যায়বিচার পাব।’