বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা

  •    
  • ১৫ মার্চ, ২০২২ ১৬:৩৭

পাইকারি বাজারে পেঁয়াজ কিনতে আসা আজিজ আহমেদ বলেন, ‘৩ দিন আগে এই বাজার থেকে পেঁয়াজ কিনেছি। সে সময় ভারতের ইন্দোর জাতেরটা আমি ২৪ টাকা কেজিতে কিনেছি। আজকে ১৬ টাকা কেজি দরে কিনলাম।’

দিনাজপুরের হিলির পাইকারি বাজারে ১২ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমে কেজিপ্রতি হয়েছে ১৫ টাকা।

দেশের অন্যতম এই স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হিলির কয়েকটি পাইকারি পেঁয়াজের দোকান ঘুরে দেখা গেছে, গত ৩ মার্চ ভারতীয় নাসিক জাতের পেঁয়াজ ৩২ থেকে ৩৫ টাকা কেজি এবং ইন্দোর জাতের পেঁয়াজ ২৭ থেকে ২৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল।

তবে ১৪ মার্চ দেখা গেল, নাসিক জাতের পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০ থেকে ২২ টাকা এবং ইন্দোর জাতের পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হয়েছে। আর ১৫ মার্চ সকাল থেকে আরও ২ টাকা করে কমেছে দাম।

পাইকারি বাজারে পেঁয়াজ কিনতে আসা আজিজ আহমেদ বলেন, ‘৩ দিন আগে এই বাজার থেকে পেঁয়াজ কিনেছি। সে সময় ভারতের ইন্দোর জাতের পেঁয়াজ আমি ২৪ টাকা কেজিতে কিনেছি। আজকে ১৬ টাকা কেজি দরে কিনলাম।’

পেঁয়াজ ব্যবসায়ী সাইফুল হক বলেন, ‘মার্চ মাসের প্রথম দিকে ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। সে সময় পেঁয়াজের মারাত্মক ক্ষতি হয়। এ কারণে ভারত থেকে ঠিকমতো পেঁয়াজ আসছিল না। যার প্রভাবে হিলিতে দাম বেড়েছে। এখন আমদানি স্বাভাবিক রয়েছে। তাই দাম কমে গেছে।’

বাজার নিয়ন্ত্রণে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাজধানীতে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগে এই দর ছিল ৪৫ থেকে ৬০ টাকা।

অর্থাৎ রাজধানীতেও সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা বা ২৩ শতাংশ।

এ বিভাগের আরো খবর