রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
৪৫ বছর বয়সী আল আমিন মার্কেটের নিচতলার কেয়ারটেকার ছিলেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে মার্কেটের আন্ডারগ্রাউন্ডে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বংশাল থানার উপপরিদর্শক রবি আহসান বলেন, ‘আমরা সকাল সাড়ে ৯টার দিকে খবর পাই সুন্দরবন মার্কেটের আন্ডারগ্রাউন্ডে কেয়ারটেকারের লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পুরো মার্কেটের বিদ্যুতের মূল সংযোগ।’
তিনি বলেন, ‘সেখানে অনেক মিটারসহ বিদ্যুতের তার রয়েছে। নিহত আল আমিন এগুলো রক্ষণাবেক্ষণের কাজ করতেন। তিনি এই বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন এখন পর্যন্ত এমনটাই মনে হচ্ছে। আমরা তার মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছি।’