রাজশাহী নগরীর কাদিরগঞ্জে পার্টিক্যাল বোর্ড ও ফোমের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
দড়িখরবোনা এলাকায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দিদারুল আলম।
শরিফ নামের এক শ্রমিক জানান, সকাল থেকে ৫ জন শ্রমিক গোডাউনের বাইরে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ সেখান থেকে ভেতরে আগুন ধরে গেলে শ্রমিকরা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা দিদারুল আলম জানান, গোডাউনে ফোম ও আঠাসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে। তবে গোডাউনের ভেতর কেউ আটকা পড়েনি। ৬টি ইউনিট চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।
তিনি বলেন, ‘আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা পরে জানা যাবে।’