সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে এই ভোট শুরু হয়।
সমিতির অডিটরিয়ামে ৫২টি বুথে ভোট নেয়া হচ্ছে। ভোট হবে মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
সকালে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন উপকমিটির সদস্য (খাদ্য) ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত নিউজবাংলাকে বলেন, ‘ভোটগ্রহণের যাবতীয় আয়োজন সোমবারই সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ভোট শুরু হয়েছে। এবার ভোটার সংখ্যা মোট ৮ হাজার ৬২৩। বুধবারও ভোট চলবে।’
এবারের নির্বাচনে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির, সহসভাপতি পদে মোহাম্মদ হোসেন ও মো. শহীদুল ইসলাম এবং সম্পাদক পদে মো. আবদুন নুর দুলালকে প্রার্থী করা হয়েছে।
পাশাপাশি সহসম্পাদক পদে মো. হারুনুর রশিদ ও এ বি এম হামিদুল মিসবাহ, কোষাধ্যক্ষ পদে মো. ইকবাল করিম এবং সাতটি সদস্য পদে আইনজীবী হাসান তারিক পলাশ, মো. মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, সুব্রত কুমার কুণ্ডু , শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন রাজিব ও ফাতেমা বেগমকে প্রার্থী করা হয়েছে।
অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা (বাদল), সহসভাপতি পদে মনির হোসেন ও মো. আসরারুল হক, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুসকে (কাজল) প্রার্থী করা হয়েছে।
একই সঙ্গে কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামাল হোসেন, সহসম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান এবং সাতটি সদস্য পদে মো. গোলাম আক্তার জাকির, মঞ্জুরুল আলম সুজন, মাহদীন চৌধুরী, ফাতিমা আক্তার, মোহাম্মদ ফয়সাল দস্তগীর, মো. মোস্তফা কামাল বাচ্চু ও আনোয়ারুল ইসলাম বাঁধনকে প্রার্থী করা হয়েছে।
দুটি প্রধান দলের বাইরেও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচজন। ফলে সর্বমোট ৩৩ প্রার্থী এবারের নির্বাচনে ভোটযুদ্ধে লড়াই করছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহসভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহসম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।