এখন থেকে মোবাইল ব্যালান্স ব্যবহার করে খেলা দেখতে পারবেন গ্রামীণফোন গ্রাহকরা। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সুবিধার মাধ্যমে খেলাসহ র্যাবিটহোলবিডির অন্যান্য স্ট্রিমিং সেবাও উপভোগ করা যাবে।
সম্প্রতি জিপিহাউজে এ সেবার উদ্বোধন করা হয়।
টেক সার্ভিস লিডার এবং ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোনের গ্রাহকরা তাদের মোবাইলের এয়ারটাইম ব্যালান্স ব্যবহার করে নির্দিষ্ট প্যাকেজ কিনে র্যাবিটহোলবিডির অ্যাপ এবং ওয়েবসাইটের (www.rabbitholebd.com) সব ওয়েব কনটেন্ট উপভোগ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম, কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের প্রধান নির্বাহী এ এস এম রফিক উল্লাহ, গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার এবং হেড অব ডিওবি অ্যান্ড এপিআই কাজী হামিদুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার (সিডিএসও) সোলায়মান আলম বলেন, ‘এ সেবা খেলাপ্রেমীদের খেলাসহ এবং অন্যান্য প্রিমিয়াম কনটেন্ট উপভোগের ক্ষেত্রে নতুন মাত্রা তৈরি করতে যাচ্ছে। স্বাচ্ছন্দ্যময় এবং উদ্ভাবনী উপায়ে আমরা আমাদের ৮ কোটিরও বেশি গ্রাহকদের ডিজিটাল চাহিদা পূরণে সবসময় এগিয়ে থাকার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘এ সেবার মাধ্যমে গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল ইকোসিস্টেম আরও প্রসারিত হয়েছে, যা আরও বড় পরিসরে এবং বহুল আঙ্গিকে ব্যবহারকারীদের ইন্টারনেটের সুবিধা প্রদান করবে।’
র্যাবিটহোলবিডির কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের প্রধান নির্বাহী এ এস এম রফিক উল্লাহ বলেন, ‘আমরা দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের পার্টনার হতে পেরে আনন্দিত। কেননা, আমরা বিশ্বাস করি, প্রতিষ্ঠানটির বিস্তৃত ফোরজি নেটওয়ার্ক কাভারেজের মাধ্যমে আমরা আমাদের সেবাকে দেশব্যাপী আরও বেশি মানুষের কাছে নিয়ে যেতে পারব।’
ফিচারটি ব্যবহার করা গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক হবে জানিয়ে তিনি বলেন, ‘গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে অদূর ভবিষ্যতে এমন আরও সমন্বিত উদ্যোগের ব্যাপারে আমরা আশাবাদী।’
গ্রাহকদের জন্য রাখা হয়েছে একটি দৈনিক প্যাকেজ। এর মাধ্যমে ২০ টাকায় ২৪ ঘণ্টার মেয়াদে একবারে সব কনটেন্ট দেখার সুবিধা। মাসিক প্যাকেজ নিলে ৯৯ টাকায় ৩০ দিনের মেয়াদে একবারে কিংবা অটো-রিনিউয়াল সুবিধায় সব কনটেন্ট দেখার সুবিধা পাওয়া যাবে।
৬ মাসের প্যাকেজ নিলে ৪৯৯ টাকায় ১৮০ দিনের মেয়াদে একবারে কিংবা অটো-রিনিউয়াল সুবিধায় সব কনটেন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
এ বছরের জানুয়ারিতে গ্রামীণফোনকে শর্তসাপেক্ষে ডিওবির মাধ্যমে ডিজিটাল কনটেন্ট সেবা পরিচালনার অনুমতি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।