বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শামুক খুঁজতে গিয়ে কাচালংয়ে প্রাণ খোয়ালেন তরুণী

  •    
  • ১৪ মার্চ, ২০২২ ১৯:২৬

মেয়র জসিম জানান, রূপসী চাকমার বাবা রাজা কুমার চাকমা একজন কৃষক। রূপসী তার বোনসহ অন্যদের সঙ্গে কাচালং নদীতে শামুক খুঁজতে যান। একপর্যায়ে তিনি তলিয়ে যান স্রোতে। স্থানীয়দের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়।

রাঙ্গামাটির বাঘাইছড়ির কাচালং নদীতে শামুক খুঁজতে গিয়ে পানিতে ডুবে রূপসী চাকমা নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। ২৭ বছর বয়সের ওই তরুণী রাজা কুমার চাকমার মেয়ে। বাঘাইছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পদ্যপাড়া এলাকায় সোমবার বিকেল তিনটার দিকে প্রাণহানির ঘটনা ঘটে।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি পৌর মেয়র জসিম উদ্দিন। মেয়েটির মৃত্যুর খবর পাওয়ার কথা জানিয়েছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

মেয়র জানাান, রূপসী চাকমার বাবা রাজা কুমার চাকমা একজন কৃষক। রূপসী তার বোনসহ অন্যদের সঙ্গে কাচালং নদীতে শামুক খুঁজতে যান। একপর্যায়ে তিনি তলিয়ে যান স্রোতে। স্থানীয়দের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়।রূপসীর বাবা রাজা কুমার চাকমা বলেন, ‘রূপসী সাঁতার জানত না। নদীতে নামতে তাকে নিষেধও করা হয়েছিল।’স্থানীয় অমর জীবন চাকমা বলেন, ‘প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর নদী থেকে মৃত অবস্থায় রূপসীর মরদেহ উদ্ধার করা হয়। ’বাঘাইছড়ি থানার ওসি নিউজবাংলাকে বলেন,‘ঘটনাটি শুনেছি। থানার প্রায় বিশ কিলোমিটার দূরে কাচালং নদীতে ডুবে রূপসী চাকমা নামে এক মেয়ে মারা গেছেন বলে শুনেছি।

ওসি জানান, থানা থেকে দুর্ঘটনাস্থল প্রায় ২০ কিলোমিটার দূরে।

এ বিভাগের আরো খবর