বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়ি ফিরছেন, তবে কফিনে

  •    
  • ১৪ মার্চ, ২০২২ ১৯:১৩

ভাইকে শেষবারের মতো দেখার অপেক্ষায় বসে সানজিদা বলেন, ‘সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর এই ২ মাস জাহাজের চাকরিতে অবসর থাকে। মারা যাওয়ার ৩-৪ দিন আগে আমার সঙ্গে কথা হয়েছিল। ও আমার ইমিডিয়েট ছোট, তাই আমাদের দুই ভাই-বোনের মধ্যে সম্পর্কটা অন্যরকম ছিল।’

“ও বলেছিল, ‘বিয়েটা তো করব ওদের দুজনের পড়াশোনাটা একটু শেষ হোক।’ আমার ছোট দুই ভাই এখনও পড়া শেষ করতে পারেনি। সে কারণেই বিয়ে করতে চাইছিল না হাদিসুর।‌ ও বলছিল, ‘ঘরটা একটু ঠিক করে নেই, পরের বার এসে বিয়ে করব।’ সেই ভাই আমার বাড়িতে ফিরল, কিন্তু লাশ হয়ে...।”

কান্না সামলে কথাগুলো বলছিলেন ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‌‘এমভি বাংলার সমৃদ্ধি’র থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের বড় বোন সানজিদা আক্তার।

ভাইয়ের মরদেহ বাড়িতে নেয়া হচ্ছে শুনে তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে এসেছেন সোমবার।

ভাইকে শেষবারের মতো দেখার অপেক্ষায় বসে তিনি নিউজবাংলাকে বলেন, ‘সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর এই ২ মাস জাহাজের চাকরিতে অবসর থাকে। মারা যাওয়ার ৩-৪ দিন আগে আমার সঙ্গে কথা হয়েছিল। ও আমার ইমিডিয়েট ছোট, তাই আমাদের দুই ভাই-বোনের মধ্যে সম্পর্কটা অন্যরকম ছিল।

‘বলেছিলাম ভাই এইবার ছুটিতে বাড়িতে এসে বিয়েটা করে নে। মা প্রায়ই অসুস্থ থাকে। আম্মাকে দেখাশোনার জন্য তো একটা লোক দরকার। ছোট দুই ভাইয়ের পড়া শেষে বিয়ে করবে বলেছিল।’

ছেলের মরদেহে অপেক্ষায় নির্বাক আবদুর রাজ্জাক। ১২ দিন আগে ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে অনবরত ঝরেছে রাশিদা বেগমের চোখের পানি। এখন তাও শুকিয়েছে। তবে চোখেমুখে শোক স্পষ্ট।

স্বজনরা জানান, কদমতলা গ্রামে বাড়ির সামনের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে হাদিসুরকে। তাকে শেষবার দেখতে সোমবার দুপুর থেকে বাড়িতে জড়ো হয়েছেন আত্মীয়-স্বজন, প্রতিবেশীরা।

হাদিসুরের মরদেহ নিয়ে ঢাকা থেকে রওনা দিয়েছেন তার চাচা মিজানুর রহমান জীবন, ছোট ভাই গোলাম মাওলা প্রিন্সসহ পরিবারের কয়েক সদস্য।

গোলাম মাওলা প্রিন্স জানান, সোমবার দুপুর ১২টা ৬ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-০৭২২ ফ্লাইটটি মরদেহ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ নিয়ে তারা দুপুর ১টার দিকে বরগুনার দিকে রওনা দেন।

বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হাদিসুরে চাচা মাকসুদুর রহমান ফোরকান জানান, মঙ্গলবার সকাল ১০টায় জানাযা শেষে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে।‌

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুৃহৃদ সালেহিন জানান, মরদেহ দাফনে সব ধরনের সহযোগিতা করা হবে। একই আশ্বাস দিয়েছেন বেতাগী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমও।

এ বিভাগের আরো খবর