ওসি জানান, চৌকিঘাটা গ্রামের খালে মরদেহটি ভাসতে দেখে গ্রামবাসী। পরে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি খাল থেকে লালচান শেখ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার চৌকিঘাটা গ্রামের একটি খাল থেকে সোমবার বিকেলে ৫০ বছরের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা।
স্থানীয়দের বরাতে তিনি জানান, চৌকিঘাটা গ্রামের খালে মরদেহটি ভাসতে দেখে গ্রামবাসী। পরে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য লালচানের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি।