নওগাঁয় তিন খুন মামলায় নয়জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা দ্বিতীয় আদালতের বিচারক মাহমুদুল ইসলাম সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডিতরা হলেন বদলগাছী উপজেলার উজালপুর গ্রামের মো. সাইদুল ও তার ভাই মো. জায়েদ, আবুল হোসেন ও তার তিন ছেলে জালাল হোসেন, বেলাল হোসেন ও হেলাল হোসেন, মো. জায়েদ, মো. মোস্তফা এবং সোহাগ আলী।
মামলার এজাহারে বলা হয়, জমিজমা নিয়ে বদলগাছী উপজেলার উজালপুর গ্রামের শহিদুল ইসলাম দুলু, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। এর জেরে ২০১৪ সালের ৬ জুন বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।
পরদিন ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় শহিদুলের ছেলে ফরহাদ হোসেন ২৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তাদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করে। এরপর ২০ জনের নামে পুলিশ অভিযোগপত্র জমা দেয়। তাদের মধ্যে দুইজন বিচার চলাকালীন মারা গেছেন।
আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘এ ঘটনায় আদালত নয়জনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ জনকে খালাস দিয়েছে। আপাতত রায় নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে দণ্ডিতদের পরিবার উচ্চ আদালতে আবেদন করবেন বলে জানতে পেরেছি।’