রোমানিয়ার বুখারেস্ট থেকে ইস্তাম্বুল হয়ে ঢাকায় আসছে ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ।
তার মরদেহ বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার দুপুর ১টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সভাপতি ক্যাপ্টেন এনাম চৌধুরী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার হাদিসুরের মরদেহ দেশে আনার কথা থাকলেও ভারী তুষারপাতের কারণে ইস্তাম্বুল থেকে ঢাকাগামী ফ্লাইট বাতিল করা হয়। এরপর আরেকটি ফ্লাইটে মরদেহ পাঠানোর ব্যবস্থা করা হয়।
রকেট হামলায় নিহত হাদিসুর রহমান আরিফ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। জাহাজটি ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল। এর মধ্যে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরু হলে আর ফিরতে পারেনি।
বন্দরে ২৯ নাবিক নিয়ে আটকা পড়েছিল জাহাজটি। এর মধ্যে গত ২ মার্চ সন্ধ্যায় রকেট হামলায় নিহত হন থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফ। পরদিন জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে ২৮ নাবিক ও ক্রুকে সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে।
এরপর গত বুধবার টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ২৮ জন নাবিক দেশে এসে পৌঁছান।