দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেন দ্রুতই চুক্তিবদ্ধ হতে পারে বলে জানিয়েছেন এক রুশ মধ্যস্থতাকারী।
রাশিয়ার মধ্যস্থতাকারী দলের সদস্য লিওনিদ স্লাতস্কি বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে অতীত আলোচনায় যে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে, তা শিগগিরই দুই পক্ষের চুক্তিতে রূপ নিতে পারে।
আরটি অ্যারাবিকের বরাত দিয়ে আরটি ডটকমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় রোববার স্লাতস্কি বলেন, ‘আমরা যদি দুই দেশের প্রতিনিধিদের আলোচনার শুরুর সময়ের সঙ্গে বর্তমানের তুলনা করি, তাহলে অবস্থানে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাব।’
তিনি আরও বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাতে চাই যে, আমার ব্যক্তিগত প্রত্যাশা, আগামী কয়েক দিনের মধ্যে এই অগ্রগতি দুই পক্ষের প্রতিনিধিদের চুক্তি সইয়ের দিকে নিয়ে যেতে পারে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর কয়েক দফা আলোচনায় বসে কিয়েভ ও মস্কো, তবে সেসব আলোচনায় যুদ্ধ বন্ধে কার্যকর কোনো সমাধান আসেনি।
ইউক্রেন ও রাশিয়া শুরুতে বেলারুশে কয়েক দফা আলোচনা করে। সে আলোচনাগুলোর একমাত্র প্রাপ্তি ইউক্রেনে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মানবিক করিডোর স্থাপন। যদিও এখন পর্যন্ত বিপুলসংখ্যক ইউক্রেনীয় যুদ্ধপীড়িত এলাকাগুলোতে আটকে রয়েছে।
দুই দেশ সবশেষ আলোচনায় বসে তুরস্কের রিসোর্টের শহর আনতালিয়ায়। সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার বৈঠক নিয়ে ব্যাপক আলোচনা থাকলেও সেটি কোনো সমাধানের পথ তৈরি করতে পারেনি।