বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় দুই ছাত্রসহ নিহত ৪

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ মার্চ, ২০২২ ২০:২৮

দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন ছাত্রসহ চারজন নিহতের খবর পাওয়া গেছে। নোয়াখালী, চুয়াডাঙ্গা ও কুমিল্লায় রোববার দিনের বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন ২ জন এসএসসি পরীক্ষার্থী, একজন বিক্রেতা ও একজন হেলপার।

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্র নিহত

নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ছাত্র ও বাসচাপায় এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন। পৌরসভার শিবপুরে রোববার বেলা ১১টার দিকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ১৭ বছরের জয়নাল আবেদিন রাফি এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৌলভী মোহাম্মদ শামসুদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী আরিফ হোসেন আহত হন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পৌর মেয়রের বাসার সামনের দেয়ালে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুই বন্ধু আহত হন।

আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ দিকে সোনাইমুড়ীতে বেগমগঞ্জ- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বজরা বাজার এলাকায় উপকূল এক্সেক্লুসিভ পরিবহনের চাপায় ওই বিক্রয় কর্মী নিহত হয়েছেন।

নিহত বিক্রয়কর্মী ৩৬ বছরের মো. ইউছুফ বজরা ইউনিয়নের সাকিরপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি বেকারির দোকানে কাজ করেন।

হাইওয়ে পুলিশের ওসি মৃদুল কান্তি কুরী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বজরা-ইসলামগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে বিস্কুট সরবরাহ করতে সড়ক পার হওয়ার সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা উপকূল এক্সক্লুসিভ বাস ইউসুফকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা আফানিয়া এলাকায় সড়ক অবরোধ করে ঘাতক বাসটি আটক করে তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত এসএসসি পরীক্ষার্থী

চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক পোলের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাইফ আহমেদ নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামে রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফ হাজরাহাটি গ্রামের বিশ্বাসপাড়ার মৃত শরীফ আহমেদের ছেলে। নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় সাইফ। এ সময় এলাকার পীরপাড়া নামকস্থানে পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লাগে।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্রাক্টর থেকে পড়ে হেলপার নিহত

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় নির্মাণ কাজের মালামাল বহণকারী ট্রাক্টর থেকে ছিটকে পড়ে হেলপার নিহত হয়েছেন।

চৌদ্দগ্রামে সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. আবদুল্লাহ উপজেলার মুন্সিরহাট এলাকার বাসিন্দা।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, সকালে দ্রুতগতিতে যাওয়ার সময় মহাসড়কের নানকড়া এলাকায় হেলপার ট্রাক্টর থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।

ঘটনার পরপরই চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়। পরে ট্রাক্টরটিকে থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি বলেন, ‘বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন, নোয়াখালী থেকে মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগ ও কুমিল্লা থেকে মাহফুজ নান্টু।

এ বিভাগের আরো খবর