রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কোনো ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে তার সিট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল কর্তৃপক্ষ।
হল প্রাধ্যক্ষ শর্মিষ্ঠা রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে রোববার বিকেলে সিদ্ধান্ত বাতিল করা হয়।
নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, আত্মহত্যা চেষ্টার কারণে হলে সিট বাতিলের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তাতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। কাউকে আঘাত করতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়নি বরং শিক্ষার্থীদের সচেতনতার জন্যই এটি করা হয়েছিল। এখন সিদ্ধান্তটি বাতিল করা হল।
তবে শিক্ষার্থীদের কাছে কোনো নেশা জাতীয় দ্রব্য পাওয়া গেলে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
গত ২৭ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল প্রশাসন। এতে বলা হয়, কোনো প্রকার ঘুমের ওষুধ, নেশা জাতীয় দ্রব্য কিংবা আত্মহত্যার চেষ্টা করলে কোনো কৈফিয়ত ছাড়াই শিক্ষার্থীর সিট বাতিল করা হবে।