বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা: এবার রোগীশূন্য ৩৮ জেলা

  •    
  • ১৩ মার্চ, ২০২২ ১৭:২৫

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। এর ১ দশমিক ৪৯ শতাংশতে ভাইরাসটির উপস্থিতির প্রমাণ মিলেছে।

করোনাভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার দুই দিন পর রোগী ও শনাক্তের হার আরও কমেছে। ২৪ ঘণ্টায় নতুন রোগী পাওয়া গেছে ২৩৩ জন, আর শনাক্তের হার দেড় শতাংশের কমে নেমে এসেছে।

দেশের ৬৪টি জেলার মধ্যে রোগী পাওয়া গেছে ২৬ টিতে। বাকি ৩৮ জেলায় গত ২৪ ঘণ্টায় কোনো রোগী পাওয়া যায়নি।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। এর ১ দশমিক ৪৯ শতাংশতে ভাইরাসটির উপস্থিতির প্রমাণ মিলেছে।

এই সময়ে দেশে মারা গেছে মোট তিন জন। এর মধ্যে ঢাকা বিভাগের দুই জন এবং রাজশাহী বিভাগের একজন রয়েছে।

মৃতদের একজন পুরুষ দুই জন নারী। এদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৩৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন। মারা গেছেন মোট ৪৯ হাজার ৪৮৬ জন।

দেশে করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। ধীরে ধীরে সংক্রমণ বাড়তে থাকে। করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। মার্চে আবার নতুন ঢেউ আসে।

মূলত ডেল্টা ধরনের কারণে করোনার দ্বিতীয় ঢেউ আসে। এই ঢেউয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় জুলাইয়ে। শনাক্ত হার ৩৩ শতাংশ ছাড়িয়ে যায়।

এরপর দেশে ওমিক্রন ধরন শনাক্ত হয় গত বছরের ১১ ডিসেম্বর। এরপর থেকে করোনা সংক্রমণ দ্রুতগতিতে বাড়তে থাকে। ২০ জানুয়ারি করোনার তৃতীয় ঢেউয়ে প্রবেশ করে দেশ। ২৮ জানুয়ারি করোনা সংক্রমণ দাঁড়ায় ৩৩ দশমিক ৩৭ শতাংশ, যা দেশে করোনার ইতিহাসে সবচেয়ে বেশি।

রেকর্ড গড়ার পরদিন থেকেই কমতে থাকে শনাক্তের হার। গত ১১ মার্চ এই তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী, করোনা নিয়ন্ত্রণে থাকা অবস্থায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার পর পর দুই সপ্তাহ ৫ শতাংশের বেশি হলে ভাইরাসটির ঢেউ ছড়িয়েছে বলে ধরা যাবে। বিপরীত দিকে করোনার ঢেউয়ে থাকা অবস্থায় শনাক্তের হার কমে ৫ শতাংশের নিচে নেমে পরপর দুই সপ্তাহ এই পরিস্থিতি থাকলে ঢেউটি নিয়ন্ত্রণে এসেছে বলে ধরা যাবে।

এ বিভাগের আরো খবর