বরিশালে কীর্তনখোলা নদীতে ওয়াটার বাসের চলন্ত ঢেউয়ের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার বেলা ২টার দিকে নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকাসংলগ্ন কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি বরিশাল থেকে অর্ধশত যাত্রী নিয়ে হিজলা উপজেলার উদ্দেশে রওনা দিয়েছিল।
জানা গেছে, ঢাকা থেকে বরিশাল নগরীর স্টিমারঘাটের দিকে আসছিল এমভি গ্রীনলাইন-৩ নামের একটি ওয়াটার বাস। নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় পৌঁছালে গ্রীনলাইনের তীব্র ঢেউয়ে বরিশাল ছেড়ে আসা হিজলাগামী ট্রলারটি ডুবে যায়। তবে দুর্ঘটনার পরপরই কাছাকাছি থাকা কয়েকটি ট্রলার যাত্রীদের উদ্ধার করে। অনেকে আবার সাঁতরে তীরে ওঠেন।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান।
তিনি বলেন, ‘ট্রলারডুবিতে যাত্রীদের মালামালের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়েই ঘটনাস্থলে নৌ পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।’
এদিকে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান।